WasimAhmed's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 7

আমীর উদ্দিন দারোগা মসজিদ


86C270D9-D99C-4CE4-82F9-BA40FB96BC69.jpeg

আমীর উদ্দিন দারোগা মসজিদ

বর্তমান ছবি

2A501D10-1D8A-416A-A684-792FAE03EB95.jpeg

আমীর উদ্দিন দারোগা মসজিদ

বর্তমান ছবি


১৮৪০ সালে ঢাকার প্রভাবশালী নাগরিক আমির উদ্দিন এ মসজিদটি নির্মাণ করেন। তিনি কোম্পানি আমলের দারোগা ছিলেন। ইতিহাসবিদরা মনে করেন তার চাকরির উপার্জন থেকে এ মসজিদটি নির্মিত হয়। উনিশ শতকে ঢাকার প্রভাবশালী নাগরিক আমীর উদ্দিন। তিনি কোম্পানি আমলের দারোগা। ওই সময়ে তার প্রচুর আয় ছিলো। চাকরির আয় থেকে আমীর উদ্দিন ত্রিপুরা জেলার বরদাখাত পরগনায় জমিদারি ক্রয় করে জমিদার হন। ওই জমিদারির ২২টি মৌজা ছিলো। এতে করে তার বেড়ে যায় আভিজাত্য। তবে এরপরেও জমিদারের বিপরীতে স্থানীয়রা তাকে দারোগা আমীর উদ্দিন নামেই ডাকতেন বা চিনতেন। আমির উদ্নি ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশে আলিশান বাড়ি ও মসজিদ তৈরি করেন। এতে মোগল আমলের কিছু নির্মাণশৈলী অনুকরণ করা হয়। নদী ও মসজিদের আশপাশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন এতে নামাজ আদায় করতো।

তথ্যসূত্র
মুনতাসির মামুন এর লেখা। ঢাকা : স্মৃতি বিস্মৃতির নগরী (অখণ্ড)

CECFEB70-A1A0-499B-B5DE-6F55BF9CA4D6.jpeg

১৯৪০ সালের তোলা

ছবি: সংগৃহীত

Dhaka, Bangladesh