KhanSayfullah's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 7

কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

কাউ এক ধরনের টক স্বাদের ফল।
একেক জেলায় এগুলো একেক নামে পরিচিত যেমন
কাউ,কেও,কাগলিচু ইত্যাদি নানে ডাকা হয়।
আমাদের এলাকায় কাউ নামেই পরিচিত।

20230614_142108.jpg

 চিত্র: থালিতে অর্ধেক খোসা ছাড়ানো কাউ।

IMG_20230830_093251.jpg

 চিত্র: পাকা কাউ ফল।

 

মাঝারি আকৃতির চিরসবুজ এ গাছ কিছুটা কালো বর্ণের হয়। নিচের দিকে ডালপালা কম থাকলেও উপরটা ঝুপড়িতে ঘেরা।

IMG_20230830_161108.jpg

 চিত্র: কাউ গাছ। 

IMG_20230830_161143.jpg

 চিত্র: কাউ গাছের পাতা।

গাছে ফুল ধরে ডিসেম্বর-জানুয়ারি মাসে। আর ফল পাকে জুন-জুলাই মাসে। ফল গোলাকার। কাঁচা অবস্থায় ফলের রং সবুজ হয়ে থাকে এবং পরিপক্ব হলে হলুদ/কমলা রং ধারণ করে।

ফলের ভিতরে চার-পাঁচটি দানা থাকে। ফল পাকার পর এই দানা চুষে খেতে হয়। বীজযুক্ত এসব দানা রসালো ও মুখরোচক।

20230614_142302.jpg

 চিত্র: কাউয়ের বিচি।

 

পরিপক্ব কাউফল শুকনা মরিচ লবন দিয়ে মেখে খেতে অসাধারণ স্বাদ লাগে এ স্বাদ অতুলনীয়।

IMG_20230830_093203.jpg

 চিত্র: শুকনা মরিচ লবন দিয়ে কাউ মাখা😋


কখনো না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন।

আমাদের গ্রামে আগে অনেক গাছ ছিলো বর্তমানে পুরো গ্রামে মাত্র দুইটি গাছ আছে তাও আমাদের নিজস্ব নয়।

পুষ্টিগুণে ভরা এ ফল সর্দিজ্বর ও ঠাণ্ডা প্রশমনে বিশেষ কার্যকর। এ ছাড়া এটি অরুচি দূর করে।
উপকারী এই ফলের ইংরেজি নাম Cowa আর বৈজ্ঞানিক নাম Garcinia cowa। সারাদেশে অল্পবিস্তর কাউফলের দেখা মেলে।

অনেক গৃহস্থ বাড়ির লোকজন শখ করেও দুই একটি গাছ লাগায়। ফলে উপকূলীয় অঞ্চলে নার্সারীতে কাউফলের চারা উৎপাদনও করা হয়। তবে এর বাণিজ্যিক আবাদ নেই। কাউফলের বেশ চাহিদা রয়েছে বাজারে। পাকা কাউফল কেজি প্রতি ৭০-৮০ টাকা দরে বিক্রি হয়।

আমরা গ্রামে যারা আছি তাদের উচিত এ গাছ রোপন করে বিলুপ্তির হাত থেকে বাচিয়ে রাখা।

 

#bdlg #BDLG #localguidesconnect

#bangladesh  #food 

শরিয়তপুর সদর উপজেলা, Bangladesh
23 comments
Level 7

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

@KhanSayfullah  ভাই সুন্দর একটি দেশী ফলের জন্য ধন্যবাদ

Md. Razzuil Baky (Rozzub)
Level 8

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

বিগত বেশ কয়েক বছর হবে আমি এই কাউ ফল দেখি নাই, তবে অনেক আগে খেয়েছিলাম অনেক টক। @KhanSayfullah ধন্যবাদ পুরনো একটা ফল আমাদের সাথে আবার পরিচিত করে দেওয়ার জন্যে।


Monir Hossain
Level 7

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @রজব ভাই ❤️

Level 7

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

@KhanSayfullah ভাই ফলটা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু,আমাদের এলাকাতে এই ফল কখনো দেখেনি,আপনার মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া নতুন এক ফল দেখলাম,ধন্যবাদ

Md. Sakil Mrida, Greetings from Narsingdi-Dhaka-Bangladesh



Level 7

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ @MonirHB ভাই। 

আমাদের গ্রামে আগে অনেক গাছ ছিলো বর্তমানে পুরো গ্রামে মাত্র একটা গাছ আছে।

Level 7

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

ধন্যবাদ @Mdsakilmridha40 ভাই। 

Level 8

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

আহা, কত মজার একটি ফল 

অনেক দূর্লভ একটি ফল। এখন তো হারিয়ে যাচ্ছে। বিশেষ করে, গরম এর সময় এই ফলের পোড়া মরিচ মাখানী অনেক মজা,,,, 

ধন্যবাদ 

@KhanSayfullah 

Md.Gazi Salauddin
#BDLG
#GuidingStar 2022, #Meetup champion.
Level 7

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

ছোটবেলায় অনেকবার খেয়েছি। আজ মনে পড়ে গেল।  ধন্যবাদ @KhanSayfullah ভাই 



Traveller and Social Activist.

Level 8

Re: কাউ ফল। বাংলাদেশের বিলুপ্তপ্রায় জনপ্রিয় ফল।

কখনো খাওয়ার সৌভাগ্য হয়নি। আমাদের জন্য নিয়ে আসেন ভাই।