Aslam_hossain's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 9

ভুনা খিচুড়ি।

ভুনা খিচুড়ি আমাদের সকলের প্রিয় খাবার, যে খাবার আমি প্রতিদিন সকালে খেয়ে থাকি যা আমার বাসাতে তৈরি করা হয়। আপনারা চাইলে নিজ বাসায় এ খাবার তৈরি করে খেতে পারবেন।

IMG_20221231_205237.jpg

চিত্রঃ প্লেট ভর্তি ভূনা খিচুড়ি। 

উপাদানঃ যে সকল উপাদানের সমন্বয়ে ভূনা খিচুড়ি তৈরি হবে তার নিম্নরুপ চাউল,ডাল,তৈল,লবন,মরিচ,জিরা,গরম মসলা ও তেজপাতা ইত্যাদি। 

প্রথমে একটি পাতিলে তৈল গরম করতে হবে এরপর পরিমাণ মত চাল ডাল দিয়ে ভেজে নিতে হবে এরপর লবন,মরিচ, হলুদ, জিরা, তেজপাতা ও গরম মসলা দিয়ে একটু নাড়া দিতে হবে তারপরে পরিমান মত পানি দিয়ে ফুটে উঠলেই তৈরি হবে ভূনা খিচুড়ি। 

Aslam hossain (Sujon)
Rajshahi, Bangladesh
1 comment
Level 7

Re: ভুনা খিচুড়ি।

আমার খুব প্রিয় একটা খাবার। 

এমন সময় পোস্টটা চোখে পড়লো যখন আমার পেটে অনেক খিদে। দিলেন তো খিদেটা বাড়িয়ে।

সুন্দর লিখেছেন @Aslam_hossain 



Say "NO" to Plastics. Kindly Use Alternative, Even It Little Costly