ShahMdSultan's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 9

[Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

A photo of a hand holding a sticker of Local Guides Bangla and showing a beautiful view of MeghalayaA photo of a hand holding a sticker of Local Guides Bangla and showing a beautiful view of Meghalaya

প্রিয় লোকাল গাইডস,

আশা করি সবাই চমৎকার ভালো আছেন। আজকে আমি রিসেন্টলি কন্ডাক্ট করা একটি আন্তর্জাতিক মিট-আপের চমৎকার অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি। লোকাল গাইডস বাংলা কর্তৃক আয়োজিত এটি হল ২য় আন্তর্জাতিক মিট-আপ। এর আগে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১ম আন্তর্জাতিক মিট-আপ আয়োজন করা হয়েছিল।

 

আমরা দুই লোকাল গাইড এবং কানেক্ট মডারেটর ( @ShahMdSultan  @KhokonSharker and @ShafiulB ) বেশ আগেই প্লান করেছিলাম যে, এবার রোজার ঈদের ছুটিতে ভারতের মেঘালয় রাজ্যে ঘুরতে যাবো এবং একটা মিট-আপের আয়োজন করবো। মেঘালয় ভারতের পূর্ব রাজ্যে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর জায়গা। ভারী বৃষ্টিপাত, পর্বতমালা, রোদেলা দিন, উচ্চ মালভূমি, দর্শনীয় জলপ্রপাত, নদী এবং আকর্ষণীয় সমভূমি এবং অনন্য সব জায়গাগুলোর জন্য খুবই জনপ্রিয়।

 

Caption: A group photo of attendees at Let's Explore Meghalaya with Local Guides BanglaCaption: A group photo of attendees at Let's Explore Meghalaya with Local Guides Bangla

১ম দিন (১২ এপ্রিল ২০২৪):

ঈদের দিন রাতে আমি ঢাকা থেকে বাসে করে ভোরবেলা সিলেটে এসে পৌছাই। আর একই দিনে খোকন ভাইও রওনা হয় বাংলাদেশ-ভারতের ডাউকি-তামাবিল বর্ডারের দিকে। সিলেট শহর থেকে এই বর্ডারে আসতে প্রায় ২ ঘণ্টার মতো সময় লাগে। সিলেট থেকে ডাউকি-তামাবিল বর্ডারে আসার সময় ৩ জন (শান্ত, আহাদ, আলম) ভাইয়ের সাথে পরিচয় হয়। তারাও মেঘালয় রাজ্যে ঘুরতে যাচ্ছে। পরে আমরা ৪জন একই সাথে বর্ডারে আসি সকাল ৯টার দিকে। প্রায় ১ ঘণ্টার মধ্যে আমাদের ইমিগ্রেশনে সহ অন্যান্য কাজ শেষ হয় এবং ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করি। আমি তাদেরকে আমি গুগল মাপ্স, লোকাল গাইড এবং এই মিট-আপ সম্পর্কে জানাই। 

 

A photo of the Jaflong Zero Point (the border area of Bangladesh and India)A photo of the Jaflong Zero Point (the border area of Bangladesh and India)

এরপর ডাউকি বাজার থেকে মানি এক্সচেঞ্জ করে এবং শিলং শহর পর্যন্ত যাওয়ার জন্য একটা ট্যাক্সি ভাড়া করা হয়। ট্যাক্সি ভাড়া এমন ভাবে করা হয়, যেন ডাউকি বাজার থেকে শিলং শহরে যাওয়ার পথে বেশ কিছু ট্যুরিস্ট পয়েন্টে ঘুরিয়ে এবং যাত্রা বিরতি দিয়ে নিয়ে যায়। ট্যাক্সি করে ডাউকি বাজার থেকে শিলং শহরে যাওয়ার সময় আমাদের দেশের জাফলং জিরো পয়েন্ট সহ অন্যান্য ভিউগুলো আমাদের বেশ মুগ্ধ করে। ট্যাক্সি ড্রাইভার ভাই আমাদেরকে Borhill Falls, Mawlynnong Cleanest Village, Living Root Bridge, Mawjngih Lapynshongdor View Point ইত্যাদি ট্যুরিস্ট পয়েন্টগুলো ঘুরিয়ে দেখায়।

 

A photo of the Borhill Falls (Meghalaya, India)A photo of the Borhill Falls (Meghalaya, India)


A photo of the Mawjngih Lapynshongdor View Point (Meghalaya, India)A photo of the Mawjngih Lapynshongdor View Point (Meghalaya, India)

 Borhill Falls দেখার পর আমরা মাওলিনং গ্রামে যাই। এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম হিসেবে মাওলিনং গ্রাম এ খ্যাতি অর্জন করেছে। এখানে আমরা দুপুরের খাবার খেয়ে নিই। কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে গ্রামটি ভালো করে এক্সপ্লোর করি এবং এর বিভিন্ন জায়গায় ঘুরে দেখি। সত্যিকারেই গ্রামটি অনেক সুন্দর আর পরিচ্ছন্ন।

 

উল্লেখিত ট্যুরিস্ট পয়েন্টগুলো এক্সপ্লোর করি এবং আমরা সন্ধ্যার পরে শিলং শহরের পুলিশ বাজার পয়েন্টে এসে যাই। এর কিছুক্ষণ পর পুলিশ বাজারে খোকন এবং তারেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয়। এখন আমরা মোট ৬জনের একটা গ্রুপ। তারপরে সবাই একটা মুসলিম রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে নিই এবং শিলংয়ের G.S Road এ থাকার জন্য হোটেল ঠিক করে ফেলি। 

 

A collage of three photos of Mawlynnong Cleanest Village (Meghalaya, India)A collage of three photos of Mawlynnong Cleanest Village (Meghalaya, India)

 

A photo of @ShahMdSultan with his new friends, taken from Mawlynnong Cleanest VillageA photo of @ShahMdSultan with his new friends, taken from Mawlynnong Cleanest Village

২য় দিন (১৩ এপ্রিল ২০২৪):

মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। এই রাজ্যের রাজধানী শিলং শহরকে ‘প্রাচ্যের স্কটল্যান্ড’ নামে ডাকা হয় এই শহরের চোখজুড়ানো পাহাড়ি দৃশ্যাবলী আর শীতল আবহাওয়ার কারণে। আবার বলা হয়ে থাকে যে, মেঘালয়ের ভৌগলিক কাঠামো অনেকটা পশ্চিমবঙ্গের দার্জিলিং, হিমাচল প্রদেশের শিমলা ও সিকিমের গ্যাংটকের মতো। শিলং শহর বিশেষ করে এর পুলিশ বাজার এরিয়াতে দুইদিনই বেশি রাত পর্যন্ত ঘোরাফেরা করতে পারি নাই, কারণ রাত ৮টা থেকে ৯টার মধ্যে এই শহরের রাস্তাঘাট, দোকানসহ এবং অন্যান্য সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তাই আমরা শেষ মুহূর্তে পুলিশ বাজারের সেরা মিষ্টির দোকান (Delhi Mistan Bhandar) থেকে সেখানের ট্র্যাডিশনাল মিষ্টান্নের স্বাদ নিয়ে নিই। এই মিষ্টান্নটির  টেস্ট বেশ দারুণ ছিল।

 

A collage of two mosque photos: Madina Masjid, Laban Shillong (left), and Police Bazar Jama Masjid (right)A collage of two mosque photos: Madina Masjid, Laban Shillong (left), and Police Bazar Jama Masjid (right)

২য় দিনে খুব ভোরে আমি আর খোকন ভাই Madina Masjid দেখতে যাই। মসজিদটি শিলংয়ের লাবানে অবস্থিত। মসজিদটি ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এর চমৎকার স্থাপত্য, সুউচ্চ মিনার এবং নজরকারা নকশা রয়েছে যা সকলের চোখ বিমোহিত করে। আমরা গিয়ে মসজিদের গেট খোলা পাইনি এবং বেশ কয়েকবার চেষ্টা করেও ভিতরে প্রবেশ করতে পারিনি। খুব সম্ভবত সেই সময় সেখানে কেউ ছিল না। এর জন্য বাইরে থেকে কিছু ছবি আর ভিডিও নেওয়া হয়। পরে শিলংয়ের Police Bazar Jama Masjid এ আমরা নামাজ আদায় করি। এই মসজিদটিও অনেক চমৎকার বিশেষ করে এর প্রবেশদ্বারের কারুকাজ এবং কার্পেটের নকশা আর কালার।  

সকালের নাস্তা করে আমরা সবাই শিলংয়ের বড় বাজারে এসে নিজের এবং পরিবারের জন্য কিছু কেনাকাটা করে হোটেলে ফিরে আসি। তারপর আমরা শিলংয়ের পুলিশ বাজার পয়েন্ট থেকে একটা ট্যাক্সি ভাড়া করি চেরাপুঞ্জি এবং সেভেন সিস্টার ওয়াটার ফলস দেখার জন্য। শিলং শহর থেকে চেরাপুঞ্জি প্রায় ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত। চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান হিসেবে বেশ পরিচিত। এক বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের হিসেবে চেরাপুঞ্জি ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’এর অন্তর্ভুক্ত। চেরাপুঞ্জি হল বৃষ্টি ও ঝরনার শহর, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। 

 

A collage of three photos including Local Guides (@ShahMdSultan, @KhokonSharker) and Connect Moderator (@ShafiulB)A collage of three photos including Local Guides (@ShahMdSultan, @KhokonSharker) and Connect Moderator (@ShafiulB)

আজকে ShafiulB ভাই বাংলাদেশ থেকে একই সীমান্ত দিয়ে (ডাউকি-তামাবিল) চেরাপুঞ্জিতে আসার জন্য রওনা দিয়েছেন এবং ভারতের আসাম রাজ্য থেকে @BijohnAdams  ভাইয়েরও আসার কথা। কিন্তু পরে জানতে পারলাম যে, তিনি আসামের নির্বাচনের একটা দায়িত্ব পালনের জন্য আসতে পারেবেন না। আমরা দুপুরে চেরাপুঞ্জিতে পৌছাই এবং সেখানে নেমে স্থানীয় একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিই। এরপরে এখানে কিছু ফটোগ্রাফি করে আরেকটা ট্যাক্সি ভাড়া করা হয় সেভেন সিস্টার ওয়াটার ফলস এর জন্য। ট্যাক্সিটি সেভেন সিস্টার ওয়াটার ফলস এ যাত্রা বিরতি দিবে এবং পরে শিলংয়ে গিয়ে নামিয়ে দিবে।

 

A photo of different types of dessert items taken from the Delhi Mistan Bhandar (Shillong, Meghalaya) ShopA photo of different types of dessert items taken from the Delhi Mistan Bhandar (Shillong, Meghalaya) Shop

A collage of two photos taken by Local Guide @KhokonSharker, and Connect Moderator @ShafiulB, showing Veg Thali (left) and Luchi with Aloo Dum (right)A collage of two photos taken by Local Guide @KhokonSharker, and Connect Moderator @ShafiulB, showing Veg Thali (left) and Luchi with Aloo Dum (right)

সেভেন সিস্টার ওয়াটার ফলস (Seven Sister Waterfalls) মেঘালয় রাজ্যের সবচেয়ে সুন্দরতম একটি ঝর্ণা। একই সাথে এটি চেরাপুঞ্জির সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সাতটি অঙ্গরাজ্য থেকে পানি এসে এক সাথে মিলিত হয়ে ঝর্নার রূপ ধারণ করেছে বলেই এটি সেভেন সিস্টার ফলস নামে ডাকা হয়। বৃষ্টি হলে এর সৌন্দর্য সবাইকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাত না হওয়ার কারণে আমরা কাঙ্ক্ষিত ভিউ দেখতে পাইনি। তবুও আমরা অনেক আনন্দিত এই ভেবে যে,  এখানে এসে এক্সপ্লোর করতে পেরেছি  এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি। এখানে বলে রাখা ভালো যে, সঙ্গত কারণে ShafiulB ভাই এর সাথে মিট করা হয়নি। রাতে আমরা সেই মুসলিম রেস্টুরেন্টে গিয়ে রাতের খাবার খেয়ে নিই।

 

A photo of the Seven Sister Waterfalls (Cherrapunji, Meghalaya)A photo of the Seven Sister Waterfalls (Cherrapunji, Meghalaya)

পরের দিন অর্থাৎ ১৪ এপ্রিল ২০২৪ (বাংলা ১ বৈশাখ) সকালে আমরা ৩জন (আমি, খোকন ভাই এবং তারেক ভাই) শিলংয়ের পুলিশ বাজার পয়েন্ট থেকে একই সীমান্ত দিয়ে সিলেট আসি। তারেক ভাই সিলেট পর্যন্ত আমাদের ভ্রমণ সঙ্গী ছিলেন এবং আমি, খোকন ভাই সিলেট থেকে বিকালের একটা ট্রেনে করে ঢাকাতে ফিরে আসি।   

 

Photo Album: https://photos.app.goo.gl/Wc76iTUP78ohFZpE8  

Google Maps List Link: https://maps.app.goo.gl/vZanvgxKQ18W6vnH9  

 

এই আন্তর্জাতিক মিট আপটিকে সফল করার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীকে এবং লোকাল গাইডস বাংলার প্রত্যেক সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। হ্যাপি গাইডিং! 

 

I ❤️ Bangladesh | Meet-Ups | Achievements | Instagram | My Website
Shillong, Meghalaya, India
15 comments
Level 8

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

@ShahMdSultan Saludos, que lindas fotografías📷 

Level 9

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

খুব ভালো লাগল পড়ে যে আপনারা আমাদের দেশের 🇮🇳 মেঘালয় রাজ্যে এত সুন্দরভাবে সময় কাটিয়েছেন, এবং সাত ভগিনীর দেশে (উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে এই নামে ডাকা হয়) হিমালয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। আমার খারাপ লাগছে কাজের কারণে আপনাদের সাথে যোগদান করতে পারলাম না, তবে ছবিগুলি দেখব ও মেঘালয়ের রূপ প্রত্যক্ষ করব আপনাদের চোখ দিয়ে।

Level 9

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

Thank you dear @Carlos23- 

I ❤️ Bangladesh | Meet-Ups | Achievements | Instagram | My Website
Level 9

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

আপনাকে ধন্যবাদ দাদা @ReshamDas 

আশা করি নেক্সট মিট-আপ এ আপনাদের সাথে দেখা হবে। আমাদের দেশে এসে এক্সপ্লোর করার জন্য আমন্ত্রণ রইলো! 

ভালো থাকবেন।

I ❤️ Bangladesh | Meet-Ups | Achievements | Instagram | My Website
Connect Moderator

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

@ShahMdSultan It was a fantastic tour there in Meghalaya. It was a different experience also. Thanks for sharing this nice RECAP. It is always fun joining an International Local Guides Meetup. 

Pantumai Waterfall, MeghalayaPantumai Waterfall, MeghalayaJanailar Natural Swimming pool, MeghalayaJanailar Natural Swimming pool, Meghalaya

Level 8

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

IMG-20240510-WA0005.jpg

অনেকটা অ্যাডভেঞ্চার টাইপ মিটআপ ছিল এটি ।

 

IMG-20240510-WA0006.jpg

আন্তর্জাতিক মিট-আপে অংশগ্রহণ হিসেবে এটি আমার দ্বিতীয় ছিল। অনেক সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে আমাদের এবারের আয়োজন ছিল। স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করেছি এই মেঘালয়ে মেঘে ও পাহাড়ের দেশে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ @ShahMdSultan ভাই এত সুন্দর একটি জায়গায় আমাদের মিটআপ আয়োজন করার জন্য। @ShafiulB ভাই আপনাকেও অনেক ধন্যবাদ গতবার কলকাতায় এত সুন্দর মিটআপ আয়োজন করার জন্য। যাই হোক এই মিটাপে আমি একজন নতুন লোকাল গাইড তৈরি করতে সক্ষম হয়েছি।

 

@ReshamDas @PritishB @AmarjitD @KalyanPal @TravellerG @Tushar_Suradka @Anil6969  দাদা আপনারা এই মিটআপে অংশগ্রহণ করলে আরো স্বর্গীয় সময় কাটাতাম আমরা। 

Md. Khokon Sharker
Level 8

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

@ShahMdSultan  খুব সুন্দর লেখা এবং ছবি। পড়ে মনে হচ্ছে আমি ছিলাম আপনার এই ভ্রমণ এ। এই রকম আরো সুন্দর লেখা আশা করছি ভবিষ্যতে।

Jahurul Haq
Level 9

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

thanks for sharing and tagging me in this wonderful 💕 💖 ❤️ 💗 and lovly post @KhokonSharker 

am really proud on of all of you for such a wonderful friendship ❤️ and caring meetup-join of these two contry.

My heartfelt congratulations 🎊 👏 

To @ShafiulB @ReshamDas for contribution to this historical meet up.

Lets see when we can visit Bangladesh. 

It still in wish list.

Till then DUAO ME YAAD RAKHNA.

ITEE.

ANIL


Anil Singh

Thanks and Regards


Level 8

Re: [Recap] Let's Explore Meghalaya with Local Guides Bangla

প্রিয় @ShahMdSultan !
মেঘালয় এর পোস্ট টি দেখে আমি খুবই পুলকিত! যদিও ভিসা জনিত কারণে আমি যেতে পারিনি কিন্তু কিছুদিন আগে সিলেট ভ্রমণ করায় কিছু মিল পাওয়ায় খুব ভালো লাগছে। আশাকরি এমন মিট আপ আরো বেশি বেশি হবে। ৩১ মার্চের মিট আপে দেখা হচ্ছে ইন শা আল্লাহ। 
#HappyGuiding #KeepGuiding  

Farhan Sadik