AH_Zakir's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 9

Risking life to take pictures

 

 

32.jpg

ছবিটি এস,এ পরিবহন গাজীপুর সদর থেকে তোলা।

 

লোকালগাইড সহযোদ্ধা বন্দুরা আপনাদের সাথে যে ছবিটা শেয়ার করছি তা গাজীপুর জেলার চৌরাস্তা এবং বাইপাস চৌরাস্তার মাঝামাঝি এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের।

প্রতিষ্ঠানটির একটি ছবি তুলতে গিয়ে মহাসড়কের মাঝে চলে আসতে হয়েছিল। ফাকা রাস্তার কারনে একটি বাস দ্রুতগতিতে আমার নিকটে চলেআসে,একজন পথচারী আমাকে টেনে সেখান থেকে উদ্ধার করে জীবন বাচায়।
তাই লোকালগাইড সহযোদ্ধা বন্ধুদের বলতে চাই,
যে কোন সড়ক বা মহাসড়কের পাশের কোন প্রতিষ্ঠানের কোন ছবি তুলতে অবশ্যই নিজের নিরাপত্তা নিশ্চত করে কাজ করবেন।

https://maps.app.goo.gl/LQG6y4iskuHwmLDh7

Gazipur Sadar Upazila, Bangladesh
7 comments
Level 7

Re: Risking life to take pictures

সাথে রেস্টিকট্রেড জায়গার ছবি না তোলা। 

এর জন্য পুলিশ ধরেছিল আমাকে @AH_Zakir 



Say "NO" to Plastics. Kindly Use Alternative, Even It Little Costly

Level 9

Re: Risking life to take pictures

@NasimJ ঢাকা সেনানিবাস এ একটি ছবি তোলায় আমাকে সেনাকর্মকর্তারা তুলেনিয়ে যায়।তারা আমাকে ভারতের গুপ্তচর ভেবেছিল। অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে।কপাল ভাল ইনচার্জ আমার বাবার রিলেটিভ ছিল তাই এই যাত্রায় বেচেগেছি।

Level 10

Re: Risking life to take pictures

@AH_Zakir ব্যক্তিগতভাবে বলব এই ধরনের পোস্ট না দেয়ার জন্য ,  কারণ গুগল আপনাকে বলে নাই জীবনের রিস্ক নিয়ে ছবি তুলতে এবং সেটা আপনার সম্পূর্ণ নিজ বুদ্ধি জ্ঞান এর উপর নির্ভর করে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবেন ।  google প্রতিটা দেশের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল সুতরাং বাংলাদেশের আইনে যে সকল স্থানে ছবি তোলা যাবে না সেখানে যদি আপনি ছবি তুলে কোন বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সেটা একান্ত দায়ভার আপনার  ।

আমার মনে হয় আপনি কানেক্টে পোস্ট লেখার ক্ষেত্রে অন্যরা কি ধরনের পোস্ট লিখে সেগুলোর প্রতি একটু নজর দিবেন

Mahabub Hasan
Level 7

Re: Risking life to take pictures

@AH_Zakir 

লোকাল গাইডরা স্বেচ্ছা শ্রম দিয়ে থাকে, এখানে শ্রমের চেয়ে আপনার জীবন অমূল্য সম্পদ, তাই নিজের প্রতি ও  দেশের প্রতি যন্তবান হবেন আশাকরি।

Md. Razzuil Baky (Rozzub)
Level 9

Re: Risking life to take pictures

@রজব ভাই অবশ্যই নিরাপত্তার কথা মনেরেখে কাজ করবো।

Connect Moderator

Re: Risking life to take pictures

Thanks for the warning, @AH_Zakir 

 

Stopping at at a highway is always  illegal where I live except if there is an emergency. And I doubt anyone would do so because it is super dangerous.

 

All the best

Morten 

Level 8

Re: Risking life to take pictures

@AH_Zakir বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে সর্বদা লক্ষ্য রাখা উচিৎ প্রত্যেক লোকাল গাইডের। একটু অসতর্কতার কারণে ঘটতে পারে বড় দূর্ঘটনা।