Aslam_hossain's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 9

ভাদ্র মাসের তালের পিঠা।

তাল আমাদের অতি পরিচিত একটি ফল। যা দিয়ে আমার আম্মা নিজ হাতে বানিয়েছে তাল পিঠা।যে পিঠা দেখতে যেমন সুন্দর খেতে তেমন সুস্বাদ।

IMG_20220902_104224.jpg

ছবিঃ তাল পিঠা । 

received_812110829791750.jpeg

উপাদানঃ মাত্র পাঁচ টি উপাদান দিয়ে তৈরি হয়েছে এই তাল পিঠা গুলি।আমি রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন এর অন্তর্গত ইয়াজপুর এলাকা থেকে নিয়ে এসেছি একটি তাল।

received_591259352501478.jpeg

ছবিঃ পাকা তাল।

আমাদের স্থানীয় দোকান থেকে চিনি, লবন, সোয়াবিন তৈল ও চাউলের ময়দা ইত্যাদি উপাদানের সমন্বয়ে তৈরী এই খাবারের রেসিপিটি।

received_1251911195544582.jpeg

ছবিঃ তালের বিচি।

প্রথমে পাকা তালের রস দিয়ে ময়দা সানতে হবে তার পরে লবন ও চিনি দিয়ে নাড়া দিতে হবে তার পরে

received_3204536639764175.jpeg

ছবিঃ তৈলে ভাজা হচ্ছে তাল পিঠা। 

কড়াইতে সোয়াবিন তৈল চুলাতে গরম করতে হবে এবার সে ময়দার ছোট ছোটো গুটি করে গরম তৈলে ভাজলেই তৈরি হবে তাল পিঠা।

received_817594455922698.jpeg

ছবিঃ পেয়ালা ভর্তি ময়দা।

অতি অল্প খরচে তৈরি করা যাবে এ তাল পিঠা। 

 

 

Aslam hossain (Sujon)
Chapai Nawabganj, Bangladesh
5 comments
Level 10

Re: ভাদ্র মাসের তালের পিঠা।

@Aslam_hossain 

ভাই, তালের পিঠা আমারও খুব পছন্দের। ভাদ্র মাস আসলেই বাজারে যখন তালের দেখা পাই, ঠিক তখন থেকেই মনটা খুশখুস করে এ পিঠা খাওয়ার জন্য। যদিও এ বছর এখনো পর্যন্ত খাওয়া হয়নি, তবে দু-একদিনের মধ্যেই খাবো আশা করছি। 

যাই হোক, গতবছর তালের পিঠা বেশ কয়েকদিন খেয়েছি। সেটার একটা ছবি শেয়ার করতে চাই আপনার সাথে।

 

Screenshot_20220902-155207_Gallery.jpg

 ক্যাপশন: মচমচে তাদের পিঠা। ছবি: @Designer_Biswajit

Biswajit Chakraborty, Greetings from Dhaka-Bangladesh
Level 7

Re: ভাদ্র মাসের তালের পিঠা।

ধন্যবাদ ভাদ্র মাসের পিঠা নিয়ে লেখার জন্য, এ রকম আরও লেখা চাই

Md. Razzuil Baky (Rozzub)
Level 6

Re: ভাদ্র মাসের তালের পিঠা।

@Aslam_hossain আমারও তালের পিঠা অনেক ভালো লাগলো এবং ৫ দিন আগে খেয়েছি। ❤️❤️❤️

Connect Moderator

Re: ভাদ্র মাসের তালের পিঠা।

@Aslam_hossain খুবই মনে পড়ছে মায়ের হাতের তালের পিঠার কথা। আরো কত রকমের পিঠা পাওয়া যেতাও তালের রসের। 

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 10

Re: ভাদ্র মাসের তালের পিঠা।

@Aslam_hossain খুবই মজাদার একটা পিঠা। ভাদ্রমাসে তালের পিঠা না হলে মনে অতৃপ্তি থেকে যাবে। ধন্যবাদ শেয়ার করার জন্য। 

Md. Jakir Hossan