Aslam_hossain's post
cancel
Showing results for 
Search instead for 
Did you mean: 
Level 9

শীতকালের ঐতিহ্য ভাপা পিঠা।

শীত মানেই আমাদের একটি উৎসবের ঋতু। যদিও এই সময়টাতে শীতের প্রকোপ অনেক বেশি থাকার কারণে বিভিন্ন কাজকর্মে যেতে সমস্যা হয়ে থাকে। কিন্তু আমাদের কাজকর্মের ব্যাঘাত ঘটে থাকলেও এই সময়টায় বাঙালির জীবনে একটি উৎসবের আমেজ বয়ে নিয়ে আসে এ ভাপা পিঠা। 

IMG_20240108_210541.jpg

চিত্রঃ একটি প্রিচে ভাপা পিঠা ও চামুচ।

 

বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি জনপ্রিয় খাদ্য হচ্ছে পিঠা। আর এই পিঠার মধ্যে  ভাপা পিঠা  হল অন্যতম। কেননা আমাদের যেকোনো শীতকালীন উৎসবের সঙ্গে ভাবা পিঠা নিবিড়ভাবে জড়িত। এমনও দেখা গেছে গ্রাম বাংলার মায়েরা সারারাত ঢেঁকিতে চাল কুটে শীতের খুব সকালে ভাপা পিঠা তৈরি করে বাড়ির সকলকে খাইয়ে থাকেন।

IMG_20240108_210650.jpg

চিত্রঃ পাতিলে ফুটন্ত পানি 

 

শীতকালীন সময়ে এটি একটি অত্যন্ত জনপ্রিয় খাবার । এমনকি শীতকালীন বিভিন্ন দোকানগুলোতে এই পিঠাটি অত্যান্ত সুপরিচিত এবং অত্যন্ত সুস্বাদু। 

IMG_20240108_210732.jpg

চিত্রঃ পাতিলে পিঠা সিদ্ধ করা অবস্থাই। 

 

প্রস্তুত প্রনালীঃ প্রথমে সিদ্ধ ধানের চাউল পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে রদ্রে ত্রিশ মিনিট সুকানোর পর তা জাঁতাতে পিসে নিতে হবে। এরপর হালকা পানি ও পরমান মত লবন দিয়ে ময়দা কিছুটা ঝুরঝুরে করতে হবে তারপরে কিছুপরিমা ঝুরঝুরে ময়দা একটি ছোট্ট বাটিতে দিতে হবে এবার কিছু পরিমাণ নারিকেল দিতে হবে ও পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে আবার ঝুরঝুরে ময়দা দিয়ে পাতিলে ফুটন্ত পানের উপরে একটি ছিদ্র আছে সেখানে বসিয়ে এক  মিনিট  রাখার পরে তৈরি হবে ভাপা পিঠা।

IMG_20240108_210929.jpg

চিত্রঃ ঝুরঝুরে ময়দা। 

IMG_20240108_210851.jpg

চিত্রঃ নারিকেলের গুড়া। 

IMG_20240108_210955.jpg

চিত্রঃ খেজুরের গুড়ের গুড়া। 

 

আমাদের দেশে শীতে মানেই আবহমান বাঙালি সংস্কৃতি ভাপা  পিঠার উৎসব। 

 

 

Aslam hossain (Sujon)
Shibganj Upazila, Bangladesh
2 comments
Level 9

Betreff: শীতকালের ঐতিহ্য ভাপা পিঠা।

@Aslam_hossain 

Es sieht sehr lecker aus und mitsamt den Bildern gut erklärt, so dass man Appetit bekommt 

Level 8

Re: শীতকালের ঐতিহ্য ভাপা পিঠা।

এটা বাংলাদেশের পরিচিতি মিষ্টি জাতীয় একটি পিঠা। এই পরিচিতির কারণে শহর গ্রাম সব জায়গাতেই এই পিঠা পাওয়া যায়। এটা আমি প্রায়ই খাই শহরের ফুটপাতে সাময়িক ছোট্ট দোকান গুলো থেকে এবং গ্রামের বাজার থেকে। ধন্যবাদ @Aslam_hossain ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

Md. Khokon Sharker